আসহাবুল কুরআন: কুরআনের অমর কাহিনীগুচ্ছ - মাওলানা নাসীম আরাফাত | বইবাজার.কম

আসহাবুল কুরআন: কুরআনের অমর কাহিনীগুচ্ছ

    5 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ৯৬ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ১২০





WISHLIST


Overall Ratings (1)

Sohag
13/04/2020

আসহাবুল কুরআন অন্ধকার ছেয়ে গেছে গোটা সমাজ । আলোর সন্ধান পাওয়া এখন দুরূহ ব্যাপার। দারিদ্রপীড়িত অসহায় মানুষেরা যখন দারিদ্রের কষাঘাতে অতিষ্ঠ অস্থির, তখন সেবার আবরণে ফেরেশতার বেশ ধরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে ইবলিশ বাহিনী । লাখ লাখ বনি আদমকে টেনে নিয়ে যাচ্ছে খৃষ্ট ধর্মের অলীক ধাঁধার দিকে। যে ধাঁধার হাতছানি দেখতে যতই মনেরম চিত্তাকর্ষী হোক কিন্তু তার অন্তরালে যে গোমাহী , ভ্রষ্টতা ও জাহান্নামের লেলিহান অগ্নি দাউ দাউ করছে তাতে কোন সন্দেহ নেই । কোন সংশয় নেই। এদিকে দেশীয় একদল ভেক দল সাহিত্যের নামে শিক্ষিত সামজের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যাচ্ছে এক গভীর অমানিশার দিকে। অশ্লীলতা-বেহায়পনা আর বেলেল্লাপনার দিকে ।অথচ সাহিত্য একটি আদর্শ জাতি গঠনের উত্তম হাতিয়ার । শিক্ষিত সমাজে নিরব -বিল্পবের এক উত্তম অব্যর্থ গণমাধ্যম। অথচ এ হাতিয়ার , এ গণমাধ্যমও চলে গেছে দুশমনদের হাতে। তাই সমাজে আজ অন্ধকারের লাভা বয়ে চলছে। শয়তানদের দৌরাত্ন্যে আজ মুমিনরা অস্থির । দিশেহারা। মাঝে মাঝে একটু আধটু আলোর ঝলকানি দেখা দিলেও পরক্ষনেই আরো গভীর ঘুরঘুট্রি অন্ধকার নেমে আসে। দু:সাহসী মন সহসা চ মকে উঠে। হতাশাচ্ছন্ন হৃদয় অকস্মাৎ থমকে দাঁড়ায়। ইতিউতি করে এদিক সেদিক তাকায়।কিন্তু না । সত্যের বৈজয়ন্তী আল্লাহ যাদের হাতে তুলে দিয়েছেন তাদের জীবন -অভিধানে হতাশা-নিরাশা-ব্যর্থতা এ ধরনের কোন শব্দ থাকতে পারে না। শত বাধার বিন্ধাচল পেরিয়ের তাঁদের সম্মুখে এগিয়ে যেতেই হবে। তাঁদের যাত্রা হবে দুর্দম। তাঁদের পদবিক্ষেপ হবে দুর্বার । তাঁদের শির হবে চির উন্নত। সুনির্দিষ্ট লক্ষ্যপথে তাঁরা তীর তীব্র গতিতে এগিয়ে যাবে। তাহলেই তাঁরা বিন্ধু থেকে সিন্ধু হতে পারবে। দেশ ও জাতিকে হিদায়াতের নির্মল আলো উপহার দিতে পারবো। এ চিন্তা শরবিব্ধ অস্থির হৃদয়ের ফসল , ‘কুরআনের অমর কাহিনীগুচ্ছ’: আসহাবুল কুরআন। আফসীর, ইতিহাস ও কুরআনের কাহিনীমূলক গ্রন্থসমূহ থেকে ঘটনার নির্যাস ধারন করে গল্পের বর্ণিল আবরণে রসাত্নক ,প্রাঞ্জল ও সাবলীল ভাষায় বিভিন্ন জাতি ও নবী রাসূলের বৈচিত্র্য ও দীপ্তময় জীবন কাহিনী তাতে উপস্থাপিত করা হয়েছে।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2025 BoiBazar.com