'"আসহাবে মুহাম্মাদ" বইয়ের সংক্ষিপ্ত কথা: হযরত আবদুল্লাহ ইবনে যোবায়ের রাযি. একবার তাঁর মায়ের সঙ্গে সাক্ষাত করতে যান। হযরত আসমা রাযি. তখন দৃষ্টিশক্তিহীন। কথাবার্তার এক পর্যায়ে হযরত আসমা রাযি. ছেলেকে বললেন, বাবা! একটু কাছে এসো। তোমার শরীরের ঘ্রাণ নিই। আর তোমাকে একটু ছুঁয়ে দেখি। হয়তো এটাই আমাদের শেষ মোলাকাত! হযরত ইবনে যোবায়ের তাঁর দিকে ঝুকে পড়েন। হযরত আসমা তাঁর মাথায় কপালে হাত বুলিয়ে দেন। চুমু খান। এভাবে একসময় হযরত ইবনে যোবায়েরের বর্মে তাঁর হাত লাগে। তাঁকে জিজ্ঞেস করেন, এটা কী? হযরত ইবনে যোবায়ের রাযি. বলেন, মা! এটা বর্ম। হযরত আসমা রাযি. বললেন, বাবা! হৃদয়ে শাহাদতের স্বপ্ন যারা লালন করেন, তাদের বুকে লোহার বর্ম মানায় না। হযরত ইবনে যোবায়ের বলেন, মা! আমি শুধু আপনার সান্ত¡নার জন্যই এটা পড়েছি। হযরত আসমা বলেন, আত্মরক্ষার জন্য এটা খুলে ফেলাই বরং ভালো। এটা খুলে ফেল, তাহলে যুদ্ধের সময় ক্ষিপ্রগতিতে জায়গা বদল করতে পারবে। আর এর পরিবর্তে বরং বড় দেখে একটা পাজামা পরে নাও। যদি তুমি শাহাদত বরণ কর, তাহলে তোমার সতর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এই হলেন হযরত আসমা রাযি.। এমন মায়ের সন্তান যারা, শাহাদতের শরাব তো তাদেরই প্রতীক্ষা করে।'
মাওলানা মাহবুবুর রহমান
Title :
আসহাবে মুহাম্মাদ (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম)