হামদ ও সালাতের পর! রবের ইবাদতকারী ও আল্লাহর পথের পথিকদের জন্য ‘আশা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়। যদি এক মুহূর্তের জন্যও আশা হারায় বা নিরাশ হয়ে যায়, তা হলে ধ্বংস হয়ে যাবে কিংবা ধ্বংস হওয়ার উপক্রম হবে। কেননা, একজন মুসলিমের দ্বারা গুনাহ হয়ে যেতেই পারে। আল্লাহর কাছে সে উক্ত গুনাহ মাফের আশা রাখবে। তার মাঝে দোষত্রুটি থাকতেই পারে। উক্ত দোষত্রুটি সংশােধনের আশা রাখবে। সে নেক আমল করবে এবং তা কবুল হওয়ার আশা রাখবে। হেদায়েত লাভ ও হেদায়েতের উপর অটল-অবিচল থাকার আশা রাখবে। আল্লাহর রহমতের নিকটবর্তী হওয়ার আশা রাখবে। এ জন্য আল্লাহর কাছে আশা পােষণ করা তাঁর পথে চলা ও দ্বীনের উপর অটল থাকার অন্যতম মাধ্যম। বিশেষ করে আমাদের বর্তমান যামানায়। যে যামানা ফেতনা-ফাসাদ, প্রবৃত্তি-খাহেশাত, বিভিন্ন পরীক্ষা ও সন্দেহপূর্ণ বিষয়াশয়ে ভরা।। তবে তার আগে আমাদের জন্য আশা পােষণের সঠিক অর্থ ও মর্ম উপলব্ধি করা জরুরি। যেন আমরা সঠিকভাবে আশা পােষণকারীদের অন্তর্ভুক্ত হতে পারি। যদি আমরা এর সঠিক অর্থ অনুধাবনে ব্যর্থ হই, তা হলে আমরা দুরাশা পােষণকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব।। এই পুস্তিকাটি ‘অন্তরের আমল’ পর্বের ৫ম বই [আর ‘আমল করি জীবন গড়ি সিরিজ’ এর ১৫ তম বই। এটি মূলত এক ইলমী অধিবেশনে কৃত আলােচনার সংকলিত রূপ। আল্লাহ ই আমাকে