বিজ্ঞানের জগত যেমন মজার, তেমনি বিচিত্র জ্ঞান আর রহস্যে ভরা। আজকের বিজ্ঞান-মনস্ক মানুষদের, বিশেষ করে শিশু-কিশোর-তরুণদের সামনে আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত তুলে ধরছে কত যে অজানা তথ্য, তার শুমার করবে কে! সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে এখনকার ডিজিটাল সময় পর্যন্ত সাগর-মহাসাগর, ভূপৃষ্টের পাহাড়-অরণ্য-জনপদ, মহাকাশের কোন দূরতম অঞ্চল আর বৈজ্ঞানিকের ল্যাবরেটরি- সব খানেই বিস্ময়; সর্বত্রই বিজ্ঞানের মণিমুক্তো ছড়ানো। বিজ্ঞানীরা সেইসব মনিমুক্তো আহরণ করছেন নিজেদের মেধা ও গবেষণার মাধ্যমে; আর সেগুলো মেলে ধরছেন আমাদের সামনে-- যেন আমরা 'বিজ্ঞান্ময়' হতে পারি; আধুনিক পৃথিবীর যোগ্য নাগরিক হতে পারি। এই বইটিতে বিজ্ঞান-মনস্ক ১৮৫টি তথ্য-কণিকা উপস্থাপিত হয়েছে সহজ-সরল ভাষায়, অন্তরঙ্গ ভঙ্গিতে আর বৈঠকি ঢঙ্গে। কোনো জটিলতা বা দুর্বোধ্যতা নেই। এক নিঃশ্বাসে পড়ে ফেলার মত লেখাগুলো, সঙ্গে আছে চমৎকার সব ছবি।
উইলিয়াম শেক্সপীয়ার
উইলিয়াম শেক্সপিয়ারের নাটক সারা বিশ্বব্যাপী তিন শ' বছর ধরে মঞ্চস্থ হয়ে আসছে। তার স্বদেশ ইংলণ্ডে তাে বটেই, একদা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সকল দেশেই। তাঁর নাটকের অনুবাদও পৃথিবীর সকল প্রধান ভাষাতে নানান সময়ে নানা ব্যক্তি করেছেন। বাংলাতেও ঊনবিংশ শতক থেকে অদ্যাবধি তাঁর নাটকের ভাষান্তর অব্যাহত রয়েছে। কিন্তু যারা যথার্থ নাট্যরসিক নন তাঁরা কি কোনােভাবেই শেক্সপিয়ারের নাগাল পাবেন না? তাই কি হয়,
হওয়া উচিত? অন্তত তাঁর নাট্যাবলির আখ্যানভাগ জানা সকলেরই প্রয়ােজন। এই প্রয়ােজন উপলব্ধি করেই তাঁর নাটকের কাহিনী সকলের বােধগম্য নিতান্ত সাধারণ ভাষায় পরিবেশন করার। সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানাবেন বলে আমাদের গভীর প্রত্যাশা। সে উদ্দেশ্য পূরণেই আমাদের এই উদ্যম।