ফিলিয়াস ফগ। রহস্যময় এক চরিত্র। অদ্ভুত তার জীবনযাত্রা। ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলে তার দৈনন্দিন কর্মকাণ্ড। পান থেকে চুন খসার উপায় নেই। এই কারণেই শেভ করার পানি চুরাশি ডিগ্রি ফারেনহাইটের জায়গায় ছিয়াশি ডিগ্রি হওয়ায় বরখাস্ত করেছেন নিজের ব্যক্তিগত ভৃত্যকে। এই রহস্যময় ব্যক্তিত্ব, ফিলিয়াস ফগ তার রিফর্ম ক্লাবের সহকর্মীদের সাথে বাজি ধরেছেন, আশি দিনে পুরো বিশ্ব ঘুরে আসবেন।
নবনিযুক্ত ভ্যালেকে নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়লেন মি. ফগ। পুরো ইংল্যান্ডে আলোড়ন সৃষ্টি হয়েছে তার এই অভিযান নিয়ে। এদিকে স্কটল্যান্ড ইয়ার্ডের এক গোয়েন্দা, মি. ফিক্স পিছু নিয়েছে এক ব্যাংক ডাকাতের। ফিক্সের ধারণা মি. ফিলিয়াস ফগই তার সেই কাঙ্ক্ষিত ডাকাত। মি. ফগকে গ্রেফতারের জন্য নিজের সর্বোচ্চ শক্তি নিয়ে নেমেছে ফিক্স। পদে পদে বাধা।
কিন্তু দমবার পাত্র নন ফিলিয়াস ফগ। নিজের লক্ষ্যে অবিচল। কিন্তু অভিযানের শেষ মুহূর্তে শিকার হলেন দুর্ভাগ্যের। এদিকে ফুরিয়ে আসছে সময়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় হাজির হওয়ার... স্বাগত জুলভার্নের অমর সৃষ্টি, ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্লড ইন এইটি ডেইজ’-এর পূর্ণাঙ্গ অনুবাদে।
জুল ভার্ন
জুল গাব্রিয়েল ভার্ন একজন ফরাসি লেখক ও অসামান্য সব বিজ্ঞান কল্পকাহিনী রচনার জন্য বিখ্যাত। উড়োজাহাজ, রকেট কিংবা সাবমেরিনের বাস্তবিক ও ব্যবহারিক প্রয়োগের অনেক পূর্বেই তিনি মহাকাশ ভ্রমণ ও সমুদ্রের তলদেশে ভ্রমণের কল্পকাহিনী লিখেছিলেন। পৃথিবীতে আগাথা ক্রিস্টির পরেই তাঁর লেখা সবচেয়ে বেশী বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
Title :
অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ (হার্ডকভার)