আরতুগরুল গাজি (পেপারব্যাক)
আরতুগরুল গাজি৷ তিন তিনটি মহাদেশে (এশিয়া, ইউরোপ, আফ্রিকা) দীর্ঘ ছয়শত বছরের অধিককাল শাসনের ছড়ি ঘুরিয়েছে যে প্রতাপশালী উসমানী সালতানাত, তার স্বপ্নদ্রষ্টা ছিলেন এই আরতুগরুল৷ কিন্তু তার ব্যাপারে ইতিহাসে খুব একটা পাওয়া যায় না, তাছাড়া উসমানীদের উত্থানের সময়কালে বিশ্বের অবস্থা কী ছিল তা জানার প্রয়োজন মনে করি সকলেরই! নইলে উসমানীয়দের অবদান, তাদের গুরুত্ব বুঝতেই পারবো না৷ অন্য দশটি রাজবংশের সাথে তাদের পার্থক্য তুলে ধরতে অবশ্যই তৎকালিন বিশ্বের পরিস্থিতির সাথে পরিচিত হওয়া দরকার! তবে মূল ফোকাস যেহেতু আরতুগরুল গাজি, তাই তার নামেই বইয়ের নামকরণ করা হয়েছে, এই নাম নিয়ে বোদ্ধা কারও আপত্তি থাকলে তার বোধবুদ্ধি নিয়ে আমার সন্দেহ! লেখক, সম্পাদক ও প্রকাশককে অশেষ ধন্যবাদ৷ বইটি সত্যান্বেষী পাঠকের হাতে হাতে পৌঁছে যাক এই কামনাই করি৷