হঠাৎ চাইলেই কারো মন জুড়ে বসা যায় না। কিন্তু আমরা অনেক সময় সেটাই করে ফেলি। আপন অস্তিত্বের বাইরে দাঁড়িয়ে অন্য কারো সংশয়ের কারণ হয়ে উঠি। তারপর সেই সংশয় এক পর্যায়ে রূপ নেয় ভয়ংকর কল্পনাশক্তিতে। চোখের সামনে ঘটমান স্বাভাবিক বিষয়গুলোকে তখন রহস্যময় মনে হতে থাকে।
তেমনি আপন পরাধীনতা থেকেও জন্ম নেয় অদৃশ্য মায়াজাল। বন্দি করে ফেলে নিজস্ব সত্ত্বাকে। যতই বেরিয়ে আসার চেষ্টা করা হয় ততই ডুবে যেতে হয় নতুন রহস্যের অন্তরালে। আসলে রহস্যের কোনো সুনির্দিষ্ট কিনারা থাকে না। মীমাংসিত রহস্যের শাখা থেকেই জন্ম নেয় হাজারও নতুন রহস্য।
সেই রহস্যের কিনারা খুঁজতে গিয়ে বেরিয়ে আসে অনেক রোমাঞ্চকর অনুভূতি এবং অনুভূতির নান্দনিকতায় সৃষ্টি হয় অরণ্যবতী। যেখানে বারবার বেজে ওঠে শিকলবন্দি জীবনের আর্তনাদ, ভয় আর সংশয়।
“অরণ্যবতী” একটি রহস্যময় থ্রিলার আবার রহস্য ভালোবাসারও...