আরববিশ্বের গল্পে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হলো তাদের গদ্যের নিজস্বতা ও বহুমার্তিকতা। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিনিয়ত সব গল্পকারদের মধ্য থেকে বাছাই করে শ্রেষ্ঠত্বের দাবি রাখে এমন কিছু গল্পের অনুবাদ সমষ্টি এই বই। গল্পে গল্পে গল্পকাররা যেমন আরবকে তুলে ধরেছেন তেমনি দৃষ্টি দিয়েছেন বিশ্বসাহিত্যের সাথে তাদের কতোটা সংযোগ। যা গল্প পাঠে উন্মোচিত হয়।