উনিশ শতকের শেষ দিকের গল্প। ১৮৭০ থেকে ১৮৯০ মধ্যেই সময়কাল। ব্রিটিশরা তখন সিলেট, আসামে চা বাগান তৈরি করা শুরু করেছে। জঙ্গল পরিষ্কার করে বাগান তৈরি করার জন্য তাদের শ্রমিক দরকার ছিলো। অমানুষিক কষ্টের এই কাজ করার জন্য স্থানীয় শ্রমিকরা সাড়া দেয়নি। তাই পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ছোটো নাগপুরের জঙ্গলের বিভিন্ন অভাবী আদিবাসী গোষ্ঠীদের আনা হয়েছিল শ্রমিক হিসেবে।
তাদের ছলনায় ভুলিয়ে, প্রলোভন দেখিয়ে যারা বাগানে নিয়ে আসতো তাদের বলা হতো আড়কাঠি। এই গল্পে একজন বাঙ্গালী যুবক কীভাবে ঘটনাচক্রে একজন আড়কাঠি হয়ে উঠলো এবং পশ্চিমবঙ্গের জঙ্গলে কীভাবে সে একটা বীভৎস সত্য আবিষ্কার করলো তাই দেখানো হয়েছে, যেখানে অনেকগুলো হত্যা জড়িত।