ফ্ল্যাপের কিছু কথাঃ আত্মার দ্রোহ থেকে পথ নির্মাণের এক অনন্য কুশলী কবি মোহাম্মদ সা’দাত আলী। যে পথে তিনি হাঁটেন নিঃসঙ্গ একাকী। চলে যান দূরে, বহুদূরে- অজানা কোনো গন্তব্যে। চলার পথে দুধারে তিনি ফলন করেন কবিতা- নানা মাত্রিকতায়। প্রেম আর স্বপ্ন, সুর আর ছন্দ, দ্রোহ আর ভাঙন সমান উচ্চতায় কিংবা সমভাবে ক্রিয়াশীল তার কবিতায়। সৌকর্যের সৌধ নির্মাণ করতে অন্তরাত্মার গভীর থেকে চৌখ চালান তিনি লাঙলের ফলার মতো। যে চোখ কখনও স্বপ্নময় কখনও আবার প্রতিবাদী চেতনায় ভাস্বর।
মাটি ও মানুষের নিভাঁজ পঙ্ক্তি নির্মাণ করেছেন কবি মোহাম্মদ সা’দাত অঅলী। নিভৃতের গভীরে অনন্তের রহস্য অনুসন্ধান-আরোধ্য তার কবিতার। নিরন্তর এক দায়বোধ থেকে কবিতার সঙ্গে তার বসবাস। যাপিত-জীবনের নানা অনুষঙ্গ নানা অবয়বে তার কবিতায় মূর্তহয়ে ওঠে। রহস্যময়তাই তার কবিতার লাবণ্য। কিংবা কবিতার শরীরে লাবণ্যর আঁকিবুকি গড়ে তোলে রহস্যের ঘরবাড়ি। শীতের মিষ্টি রোদের মতো এক ধরনের প্রসন্নতা খুঁজে পাওয়া যায় তার কবিতায়, যেখানে প্রকৃতির নির্ভুল অনুবাদ বাঙ্ময় হয়ে ওঠে স্বতস্ফূর্তভাবে।