হৃদয়ভর্তি ভালোবাসা নিয়েও কারও কারও নিয়তি হয় কেবল একজনমের অপেক্ষা। তবু সেই বিরহই মধুর হয়ে ওঠে কারো কারো কাছে। তবু নিজেকে টেনে নিয়ে বেড়ায় একটি দিন থেকে আরেকটি দিনে। নিজেকে লালন-পালন করতে গিয়ে চোখের নিচে যতটুকু কালি জমে, তা যতটা না রাতজাগার তার থেকে অনেক বেশি ভালোবাসার। ভালোবাসা কোথায় থাকে? হৃদয়ে না শরীরে? এর উত্তর খুঁজে পায় না অথবা খুঁজতে চায় না। মানুষ সব থেকে বেশি পালিয়ে বেড়ায় নিজের কাছ থেকেই।