পলাতক এক মানুষের গল্প। সময়টা গত শতাব্দীর ত্রিশের দশকের ইউরোপ। নাৎসি জার্মানি থেকে পালিয়ে ফ্রান্সের প্যারিসে আত্মগোপন করে আছে রাভিক নামে এক হতভাগ্য ডাক্তার। বুকে অদম্য প্রতিহিংসা আর প্রতিমুহূর্তে ধরা পড়ে যাওয়ার ভয় নিয়ে জীবন কাটছে তার। এমনই অবস্থায় ঝড়ের মতো এল প্রেম। তবে এটি কোনো প্রেমের কাহিনি নয়; এ কাহিনি জীবনসংগ্রামের, এ কাহিনি প্রতিকূলতার বিরুদ্ধে মাথা না নোয়ানোর।
এরিক মারিয়া রেমার্কের বিশ্ববিখ্যাত উপন্যাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ববর্তী সময়ের পটভূমিতে প্রেম, প্রতিহিংসা আর সংগ্রামের এক অসামান্য উপাখ্যান