‘আরাকিয়েলের হিরে (কিশোর কাহিনি সিরিজ)’ বইয়ের কিছু কথাঃ পার্থমেসোর সঙ্গে জমিয়ে দাবা খেলছিল টুপুর। খেলা তো নয়, যুদ্ধ! শুরু হয়েছে সেই দুপুর থেকে, রবিবারের বিকেল গড়িয়ে প্রায় সন্ধে, এখনও লড়াই থামার কোনও লক্ষণ নেই। টক্কর চলছে সমানে-সমানে। দু'পক্ষেরই স্নায়ু টানটান, একটা কী হয়, কী হয় ভাব! কালো বোড়েটাকে ষষ্ঠ ঘরে ঠেলে দিয়ে টুপুর একবার চোরা চোখে দেখে নিল পার্থমেসোকে। মাথাখানা চৌষট্টি খোপের বোর্ডের উপর ঝুঁকে পড়েছে, ভুরুতে ইয়া মোটা ভাঁজ। হবেই তো! মেসোর হাল এবারও মোটেই সুবিধের নয়। টুপুর খুইয়েছে একটা গজ, একটা ঘোড়া, আর দু’খানা বোড়ে। ওদিকে মেসোর দু’টো হাতিই খতম, তিন-তিনখানা সাদা বোড়ে অক্কা পেয়েছে, সাদা মন্ত্রীরও ল্যাজে-গোবরে দশা। মেসোকে আরও চাপে ফেলতে টুপুর…..
সুচিত্রা ভট্টাচার্য
জন্ম ভাগলপুরে, ১০ জানুয়ারি, ১৯৫০। স্কুল ও কলেজ জীবন কেটেছে দক্ষিণ কলকাতায়। ছােটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর টান বােধ করতেন। তবে লেখালেখিতে মনােযােগী হয়েছেন সত্তর দশকের শেষ থেকে। সুচিত্রার লেখাতে বারবারই ঘুরেফিরে আসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নানান জটিলতা। আবার ছােটদের জন্যে গােয়েন্দা কাহিনি, হাসির গল্প থেকে গভীর প্রেম ও বিরহের গল্প সব পরিধিতেই সমান জনপ্রিয় তিনি। নিষ্ঠাবান এই লেখিকা নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। এইসব পুরস্কারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমােহিনী পদক, শরৎ সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কথা পুরস্কার, সর্বশেষ দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার ২০১৫ প্রভৃতি। পত্রভারতী প্রকাশিত বই শুধু প্রেম, তবু প্রেম, হায় প্রেম, বত্রিশের ধাক্কা। গপ্পোসপ্পো, হাসি মজা ডট কম, কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ, ছােটদের বারােরকম। আকস্মিক প্রয়াণ ১২ মে ২০১৫।