রহমান শেলীর জন্ম কংশনগর, বুড়িচং, কুমিল্লায়। তার জন্ম ১ অক্টোবরে। ‘অবন্তীর নীল শাড়ী’ রােমান্টিক উপন্যাস প্রকাশের মাধ্যমে রহমান শেলীর বাংলা সাহিত্যাঙ্গণে বিচরণ। এর পর একে একে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ‘কবিতার কথা, কিশােরগল্প ‘নিতুর ঘুড়ি'। ২০০৯ সালে একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় বিকল্প চিন্তার উপন্যাস ‘দ্বিতীয় অধ্যায়। মুক্তযুদ্ধভিত্তিক কিশাের উপন্যাস ‘ইচ্ছে ঘর’ তাঁর সাহিত্যিক জীবনে যােগ করেছে ভিন্ন মাত্রা। প্রগতিশীল মুক্তমনের এই লেখক দেশের শীর্ষ দৈনিক কাগজগুলাে-সহ লিটল ম্যাগাজিনে নিয়মিত লিখছেন।
Title :
আর কতো কোটি বছর হলে একটি সময় হবে আমাকে দেবার