অপু, স্বপ্নীল, পারভেজ, সাজ্জাদ চার বন্ধু। বড় চওনা হাই স্কুলে একই ক্লাসে পড়ে। ১৯৭১ সাল । যুদ্বের বছর । ওদের ইচ্ছে দেশের জন্য যুদ্ধ করবে। সেলিম কমান্ডারকে একদিন ওদের ইচ্ছের কথা জানাবার পর-সেলিম কমান্ডার চার বন্ধুকে একটি কাজ দেয়। একজন রাজাকারকে ধরিয়ে দিতে বলে। তারপর চার বন্ধু একরাতে ঠিকই রাজাকারকে ধরে নিয়ে অসে। সেলিম কমান্ডার তো মহাখুশি। চার বন্ধুকে পুরস্কৃত করে। হেডস্যারও পুরস্কার দেয়। অবশেষে অপু, স্বপ্নীল, পারভেজ ও সাজ্জাদ যুদ্বে অংশ নেয়। একটি অপারেশনে গিয়ে অপু শহীদ হয়। ক্লাসমেট ও প্রিয় বন্ধুকে যুদ্ধের ময়দানে হারিয়ে কষ্ট পায় তিনজন। প্রতিশোধ নেওয়ার জন্য পণ করে। পাকিস্তানি মিলিটারিদের প্রতি প্রবল ঘৃণা এবং প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করে ওরা। একটি অপারেশনে গিয়ে সত্যি সত্যি প্রতিশোধ নেয়। তারপর আসে ১৬ ডিসেম্বর। বিজয়ের দিনে অপুর কথা খুব মনে পড়ে ওদের। অপু একটি ডায়েরি রেখে যায়। ডায়েরির ওপরে লেখা-অপুর ১৯৭১। সেই ডায়েরি যত পড়ে, ততই চোখ দিয়ে পানি পড়ে ।