গল্পটা শেষের শুরুর আর শুরুর শেষের। পৃথিবীর শেষ সময় ঘনিয়ে আসছে।
গৃহযুদ্ধটা শুরু হয়েছিল সিরিয়ায়, কে জানতো তা পৃথিবী ছাড়িয়ে স্বর্গে চলে যাবে? সেইন্ট গ্যাব্রিয়েল নেমে আসলেন পৃথিবীতে, মাইকেলকে খুঁজতে! বাইবেলে সেইন্ট মাইকেলকে বলা হয়, যোদ্ধা ফেরেশতা। তিনি ফেরেশতাদের সেনাপ্রধান। কিন্তু পৃথিবীর কোথায় তিনি?
স্বর্গের এই গোলযোগের মধ্যেই শয়তান তার পিশাচবাহিনী নিয়ে পৃথিবীতে নেমে আসলো। তাকে সাহায্য করতে থাকে পৃথিবীতে লুকিয়ে থাকা একদল স্বর্গচ্যুত ফেরেশতাদের গুপ্ত সংগঠন, ‘অর্ডার অব মাউন্ট হেরমন’। মানবজাতির সামনে ঘোর বিপদ। তবে ঈশ্বর কি তাদের পরিত্যাগ করলেন?
সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে বেঁচে থাকা আবদুল্লাহ এত কিছু ভাবতে চায় না। সে শুধু তার নিজের আর পরিচিত সবার জীবন বাঁচাতে চায়। সেইন্ট মাইকেল জানেন, হাজার বছর ধরে চলে আসা এক ভবিষ্যতবাণী। হয়ত ওটাই মানবজাতির একমাত্র রক্ষাকবচ!
এদিকে বাংলাদেশের জেল থেকে পালিয়েছে এক দুধর্ষ হিটম্যান ইসমাইল। তার সাথে হাজার মাইল দূরে থাকা আবদুল্লাহর কি সম্পর্ক? অবিশ্বাসী আবদুল্লাহ এত কিছু ভাবতে চায় না। কিন্তু তারপরই এমন সব ঘটনা ঘটতে থাকে, যা তার বিশ্বাস-অবিশ্বাসের ভিত চুরমার করে দিতে থাকে। মানবজাতির সামনে এক অসম যুদ্ধের সমীকরণ! কি হবে মানবজাতির ভাগ্যে?