ফ্ল্যাপের কিছু কথাঃ ইলা মজুমদারের জন্ম কলকাতায়। শৈশব কেটেছে সেখানে, পরে আসাম ও দিল্লিতে। লেখালেখির অভ্যাস জীবন বেড়ে চলার পাশাপাশি। কমলা দাশের আর্শীবাদপুষ্ট ইলা কলেজ ছাত্রী থাকাকালীন ‘ভারত-স্বাধীন আন্দোলন’ এ অংশগ্রহণ করেন। ‘শহরাঞ্চলে পল্লিবাসীর অভিবাসন’ বিষয়ে একটি গ্রন্থের সহ-লেখক তিনি। ভ্রমণ করেছেন বহু দেশ। বর্তমানে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে বাস করছেন।
ভূমিকা আপনজন নামটি নিয়ে প্রশ্ন করা যায়, কেন এই নাম দেওয়া হলো। যাদের নিয়ে এই গল্পগুলি লেখা, তারা আমার অত্যন্ত কাছে এসেছিলেন ও আমার হৃদয়ের অন্তঃস্থল স্পর্শ করেছিলেন। যেমন বাহাদুর, হরিজৎ ও শিবুর মা। আজকে এই ধরনের মানুষ খুঁজে পাওয়াই কঠিন। এদের চাইতে আপনজন আর কে হতে পারে? পাঠক ও পাঠিকাদের কাছে যদি এই অনুভূতিটুকু প্রকাশ করে থাকতে পারি, তা হলেই রচনাগুলি সার্থক মনে হবে।