আমাদের সম্মুখে দৃশ্যমান বইটি প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবন হতে আহরিত কিছু দোদীপ্যমান আলোর সমাহার। যার প্রতিটি তথ্যই সীরাতবিদদের কষ্ঠিপাথরে শুদ্ধতার যাচাইয়ে উৎকর্ষিত। চেষ্টা করা হয়েছে সরল বাক্যে সহজ শব্দের সেই আলোকধারার চিত্রায়ন করতে। যাতে নবিজীর পুরোটা জীবন একনজরে চিত্রিত হয়ে ওঠে পাঠকের অন্তরে। যেন তাঁর মহাত্ম, তাঁর অনুপম চরিত্র আলোড়ন তুলে দেয় হৃদয়-অনুভবে। ফুটে ওঠে তাঁর নেতৃত্বের কর্মধারা, কানে কানে যেন অনুরণন হতে থাকে তাঁর সুসংসবাদ ও সতর্কতার বাণী-বার্তা।
তাই আসুন! প্রিয় নবীজির জীবনজুড়ে ছড়িয়ে থাকা হিরে-মুক্তোর ছোঁয়ায় নির্মল হোক আমাদের পঙ্কিল আত্মা। খুলে যাক হৃদয়ের বদ্ধ দুয়ার। জাগ্রত হোক সত্তাজুড়ে শুদ্ধতার অনুভব। কারণ একটি পরিশীলিত সমাজ ও পরিশুদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে নববী কর্মপন্থা সম্পর্কে জ্ঞান লাভের বিকল্প নেই। দাওয়াত ও দৃঢ়তায় রাসূলের দিকনির্দেশনাই আমাদের একমাত্র পাথেয়।
প্রতিটি সীরাতের পাতা জুড়েই পবিত্রতার পরশ বোলানো আর স্নিগ্ধতার সৌরভ মাখানো। ভালো তো সবাই বাসে, কিন্তু প্রকৃত ভালোবাসার স্বরূপ উন্মোচিত হয় ক'জনের কাছে? মানব জীবনের সবচে প্রিয় যে ব্যক্তি; তাঁর ব্যক্তিত্ব বিশাল! ভালোবাসার উপযুক্ত স্থান হিসেবে আমার নবীজি ভিন্ন আর কে আছে?
নবী জীবনী ঠিক ততখানি বিস্তৃত, যতখানি বিস্তৃত নবীজির জীবন। সেই জীবনের গল্পকে প্রকৃত আঙ্গিকে ধারণ করতে পারে না কোনো কাগুজে পান্ডুলিপি। তাই স্বল্প পরিসরে নবী জীবনীর আনাচে-কানাচে উঁকি দিতে চাইলে আমাদের বিশ্বাস এই বইটি আপনাকে তৃপ্ত করবে।
প্রিয় পাঠক… তাঁর জীবন সাগর থেকে এক চুমুক বিশুদ্ধ জল রেখে দিলাম আপনাদের সম্মুখে! পাঠ করবেন আর পান করবেন সেই বেহেশতী জাম; যার প্রেম শরাবের প্রতিটি চুমুকে চুমুকে আপনি প্রশান্তি অনুভব করবেন। আর বারংবার বলতে থাকবেন, "প্রিয় নবী মুহাম্মাদ, আপনি আমার শুদ্ধতম প্রেম!"