ফ্ল্যাপের কিছু কথাঃ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম মুজিব ও তাঁর পরিবারের সদস্যদের আত্মত্যাগের কোনো তুলনা নেই। এই বইয়ের নাম- নিবন্ধটিতে সে কথাই আলোচিত হয়েছে আবেগ ও কৃতজ্ঞতার সঙ্গে। আছে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধ ভ্রমণের অভিজ্ঞতার কথা। এর বাইরে গত এক বছরে লেখা বাংলাদেশকে নিয়ে লেখকের উদ্বেগ ও ভালোবাসার কথা ফুটে আছে এই বইয়ে।
সবিনয় নিবেদন দৈনিক প্রথম আলোয় গত এক বছরে প্রকাশিত অরণ্যে রোদন কলাম ও অন্যান্য রচনার সংকলন এটি। সংবাদপত্রের রচরনার একটা সময়গত সীমাবদ্ধতা থাকে। আশা করি সহৃদয় পাঠক তা বিবেচনায় রাখবেন। এ দেশটার উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে আমার আশা যায় না। এ-লেখাগুলোতেও তা স্পষ্ট। প্রিয় পাঠক, সবাই মিলে ভালো থাকুন ভালো থাকুক এ-দেশটা।
অনিসুল হক ০৪.০১.২০১০
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।
Title :
আপা তোমার আব্বাকে একটু আব্বা বলে ডাকি ও অন্যান্য