এই পৃথিবী খুব তুচ্ছ কিছুর অভাবে ধ্বংস হবে। হয়তো সুবিশাল জলরাশির মাঝে একটি সবুজ ডালের জন্য। তুমি ব্যাবসা-বাণিজ্য ছেড়ে দিবে? দাও। বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিবে? প্রিয়তমা প্রেমাস্পদকে ছেড়ে দিবে? দাও। দাও। তবু দোহাই,একটি বৃক্ষকে আঘাত করো না। জ্বলন্ত দাবানলে যখন এক সাগর পানি তোমাকে বাঁচাতে পারবে না । শ্বাস বেরিয়ে যাওয়া উত্তাপে যখন শীতাতপের নিয়ন্ত্রণ তোমাকে বাঁচাতে পারবে না, তখন একটি হ তোমাকে বাঁচাবে। পৃথিবীর সকল ক্যাফেইন পুড়িয়ে ফেলো। তেলগুলো সব চু ফেলো গহীন সাগরে। মাটির নিচে পুঁতে ফেলো প্রেমিকাকে দেওয়া সব কাগুজে কমিটমেন্ট। ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলো সকল বিনিময়যোগ্য অর্থ। তবু দোহাই, একটি বৃক্ষকে আঘাত করো না ।