আজানের সাথে ঘুম ভাঙ্গে তার। শরীরটা বেশ হালকা মনে হয়।
সারা শরীর ঘেমে ভিজে আছে। সকালের মিষ্টি, শীতল বাতাস ভুর-ভুর করছে চারপাশে। বিছানায় আর এক মুহূর্ত নয়—
বেরিয়ে আসে জেসমিন, এখনো আকাশ ফর্সা হয়নি ঠিকমতো। চারপাশে এখনো নিরবতা, কোলাহলমুক্ত শান্ত সুন্দর পবিত্র; এ যেন এক নতুন পৃথিবী। চারপাশে অবাক চোখে তাকায় সে, সব চিরচেনাকে যেন নতুন অপরিচিত মনে হয়। ইচ্ছে হয় না চোখের পলক ফেলতে। সকালের পবিত্র বাতাস ছুঁয়ে যায় জেসমিনের শরীর। যেন সব পাপ ধুয়ে মুছে একাকার। ভাল লাগায় চোখ বন্ধ হয়ে আসে তার। পৃথিবীর মানুষ দ্যাখেনা এক বেশ্যার আত্মশুদ্ধির অপূর্ব দৃশ্য।