আন্তর্জাতিক রাজনীতিকোষ মূলত একটি বিশ^কোষ। গ্রন্থটিতে বিশ^ রাজনীতি তথা সমকালিন বিশে^র উল্লেখযোগ্য ঘটনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। সেই সাথে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণে যেসব টার্ম ব্যবহার করা হয়, তার একটা ধারণাও দেয়া হয়েছে। এতে করে সাধারণ পাঠকরা যেমনি বিশ^ রাজনীতি সম্পর্কে একটা ধারণা পাবেন, ঠিক তেমনি বিশ^ রাজনীতি বিশ্লেষণে যেসব টার্ম ব্যবহার করা হয়, সে সম্পর্কেও ধারণা পাবেন। সব মিলিয়ে বিশ^ রাজনীতি সম্পর্কে একজন সাধারণ পাঠকও যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন। গ্রন্থটিতে কোনো ঘটনারই একাডেমিক বিশ্লেষণ নেই এখানে। এজন্য রয়েছে আলাদা গ্রন্থ। তবে বিশ^ রাজনীতির অতীত, বর্তমান, রাজনীতির উত্থান-পতন সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যাবে। মূলত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ নেন, তারা যাতে উপকৃত হন, সেই বিষয়টি মাথায় রেখে গ্রন্থটি লিখিত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান কিংবা তুলনামূলক রাজনীতির ছাত্ররা গ্রন্থটি থেকে উপকৃত হবেন।