অ্যান্টিডোট - আশরাফুল আলম সাকিফ | বইবাজার.কম

অ্যান্টিডোট

    5 Ratings     3 Reviews

বইবাজার মূল্য : ৳ ২৫৬ (১০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ২৮৪





WISHLIST


Related Bundles


Bundle Title Price
1
ইসলামি আদর্শ ও মতবাদ

৳ ১০৪০



Overall Ratings (3)

Md.Al-Imran Hemel
23/04/2020

একটি সময় ছিলাে যখন মুসলিমরা জ্ঞান-বিজ্ঞান চর্চা করতাে। সেটি এখন ইতিহাস। বুদ্ধিবৃত্তিক পরাধীনতার শৃঙ্খল যেন স্বেচ্ছায় হাতে পরে নিয়েছি আমরা। এরই সাথে যােগ হয়েছে ধর্মীয় অজ্ঞতা। আমাদের এই দুর্বলতার সুযােগ লুফে নিয়েছে সেকুলার, ইসলামবিদ্বেষী, মিথ্যা জ্ঞানের মােড়কে নিজেদের সাজানাে কিছু কূপমণ্ডুক। নিজেদের জ্ঞানহীন মস্তিষ্ককে মিশনারিদের কাছে বন্ধক রেখে তারা কুরআন এবং হাদিস অধ্যয়ন করে। তারপর আমাদের কিছু অবুঝ যুবকদের সামনে এর কল্পিত ত্রুটি উপস্থাপন করে শৈল্পিক পন্থায় রঙ-বেরঙের উপস্থাপন দেখে তারাও ভড়কে যায় । কারণ নিজেদেরও তাে একই অবস্থা। অবশেষে তারাও পাড়ি জমায় ‘আসহাবুশ শিমালে’র দলে । তাদের বিষাক্ত দংশনের ফলে শেষমেষ আর বিশ্বাস নিয়ে বেঁচে থাকা সম্ভব হয় না আমার বা আপনার আদরের ভাই কিংবা বােনের। তাদের বিষাক্ত দংশনের ফলে আমাদের বিশ্বাসে সৃষ্ট বিষক্রিয়া প্রতিরােধ করতেই প্রতিষেধক হিসেবে এই গ্রন্থ ‘অ্যান্টিডেটি। এমন বই আমাদের জন্য বেশি দরকার বিশেষ করে তরুণ প্রজন্মে। অসাধারণ বই


Abed
01/04/2020

বাংলাদেশের মুক্তমনা, ইসলাম বিদ্বেষী নাস্তিকদের চিকিৎসা বিজ্ঞান নিয়ে পবিত্র কুআনের বাণীকে ভুল প্রমান করার ব্যর্থ প্রচেষ্টার কঠোর জবাব দেয়া হয়েছে এই " অ্যান্টিডোট " বইয়ে। বইটির রেফারেন্স জোগার করতে যেয়ে লেখিক কম্পিউটার স্কিনে তাকিয়ে থাকতে থাকতে প্রায় অন্ধ হওয়ার পথে। একটি সময় ছিলো যখন মুসলিমরা জ্ঞান বিজ্ঞান চর্চা করতো। সেটি এখন ইতিহাস। আমাদের ধর্মিয় অজ্ঞতা এই দুর্বলতার সুযোগ লুফে নিয়েছে সেকুলার, ইসলাম বিদ্বেষী মিথ্যা জ্ঞানের মোড়কে নিজেদের সাজানো কিছু কুপমগুক। নিজেদের জ্ঞানহীন মস্তিষ্ক কে মিশনারিদের কাছে বন্ধক রেখে তারা কুরআন এবং হাদীস অবধ্যয়ন করে। সত্যিই কি আমরা বিবর্তিত,,, শিরনামে চমৎকার ভাবেই ডার উইনের সেই বানর মতবাদকে খন্ডন করেছেন লেখন। এক প্রজাতর সাথে অন্য প্রজাতির সামান্য মিল থাকবেই বৈজ্ঞানিক দৃষ্টিতে। তাই বলে অন্ধভাবে নাস্তিকেরা বিশ্বাস করে সেটা দোষণীয়। বইটি ভালো এবং সকলের জানা উচিত ১৪০০ বছর আগের পবিত্র কোরআন শরিফের সাথে আজকের বিজ্ঞানের সকল সত্য মিলে যায়। এ জন্য বেশির ভাগ ডাক্তার কে ইসলামের ছায়াতলে দেখা যায়।


Sohag
31/03/2020

'অ্যান্টিডোট' 'ভালো খাদ্যবস্তু পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।' -স্পিনোজা 'অ্যান্টিডোট' বইয়ের ১০৩ পৃষ্টায় স্পিনোজাকে উদ্ধৃত করে লেখক আশরাফুল আলম সাকিফ ভাই ভালো বই পড়ার গুরুত্ব বুঝিয়েছেন। মজার ব্যাপার হলো, ১৬৬ পৃষ্টার 'অ্যান্টিডোট' বইটি পড়ে শেষ করে পাঠক মাত্রই স্পিনোজার সাথে একমত হবেন। আসলেই একটা ভালো বই আত্মাকে পরিতৃপ্ত করে। 'অ্যান্টিডোট' আপনার আত্মাকে পরিতৃপ্ত করবে। ইনশাআল্লাহ। তবে একটা কঠিন সমস্যাও আছে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না বা মেডিকেল সায়েন্সের জ্ঞানশূণ্য (আমার মত) তাদের পক্ষে 'অ্যান্টিডোট' শুধু পড়াটাই যথেষ্ট হবে না। বইটা নিয়ে রীতিমত পড়ালেখা করা লাগবে। একটু তাই সময় লাগবে। ধীরে ধীরে বুঝেশুনে পড়তে হবে। তবে লেখকের সহজ উপস্থাপনা আর সুন্দর ভাষাশৈলী ধীরে পড়ার কাজটাকেও উপভোগ্য করে দিয়েছিলো আমার জন্যে। লেখক এত সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়েছেন প্রতিটি বিষয় যে, কোনরকম পূর্বজ্ঞান ছাড়াই ভ্রুণবিদ্যার কঠিন সব ব্যাপার বুঝতে আমার কোন সমস্যাই হয়নি। আল্লাহ রাব্বুল আলা'মীন লেখকের জ্ঞান ও লেখনীতে বারাকাহ দিন। আমিন। পরিশেষে, বইটি নিয়ে খুব একটা প্রচারণা আমার চোখে পড়ছে না। এটা কী আমার Myopic চোখের সমস্যা নাকি আদতেই পাঠকের কাছে বইটার খবর ঠিকঠাক পৌঁছানো হচ্ছে না ঠিক বুঝতে পারছি না। এত চমৎকার একটা বই সম্পর্কে পাঠক অন্ধকারে থাকবে মানতে পারছি না। বইটির ব্যাপক প্রচার ও প্রসার কাম্য। আল্লাহ রাব্বুল আলামীন লেখক আশরাফুল আলম সাকিফ ভাইকে উম্মাহর খেদমতে কবুল করুন এবং তার এই শ্রমসাধ্য কাজকে কবুল করুন। 'অ্যান্টিডোট'


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com