ফ্ল্যাপের কিছু কথাঃ আমাদের সময়ের প্রবাসী বাঙালি জীবনের এক অপূর্ব চিত্র ফুটে উঠেছে বইটিতে সংকলিত ৩০টি আড্ডা ও অলীক স্বপ্নে। কখনও চটুল, কখনও সিরিয়াস, আবার কখনওবা জ্ঞানগর্ভ উপকারী তথ্যে ভরপুর ভিন্ন স্বাদের এই লেখাগুলো পাঠক পাঠিকাকে করবে বিমোহিত ও আন্দোলিত। কাব্যশ্রিত ভাষায় ব্যবহার রচনাগুলোকে দিয়েছে গতি আর বৈঠকী ঢঙ সেগুলোকে করেছে সুখপাঠ্য।
দেশের প্রতি যে এক গভীর ভালবাসায় দিবারাত্রি সিক্ত হয়ে আছে প্রবাসী বাঙালিরা তারই এক অনবদ্য চিত্র ফুটিয়ে তুলেছেন লেখক এই বইয়ের সুবিশাল ক্যানভাসে। কবিতা,গান, রাজনীতি, ধর্ম এবং সংগঠন-বাঙালির এই পাঁচ নেশাকে ঘিরে আবর্তিত হয়েছে প্রবাস জীবনের বিচিত্র এই চরিত্রগুলো; এবং ওদের আন্ন্দবেদনা, আশা নিরাশা ও স্বপ্নবিলাস এক গভীর মমতায় ফুটিয়ে তুলেছেন লেখক। অসাধারণ তথ্যসমৃদ্ধ এই রচনাগুলোতে লেখকের গভীর গবেষণার ছাপ সর্বত্র বিদ্যমান। তাই এই বইটি স্থান পাবে চিন্তাশীল পাঠকের মনে এবং সযত্নে রক্ষিত হবে বুকশেল্ফে রেফারেন্স গ্রন্থ হিসেব। তর্কপ্রিয় বাঙালির আড্ডায় বার বার উদ্বৃত হবে এই বই এবং সুখপাঠ্য এই বইয়ের পাঠক পাঠিকা বার বার ফিরে আসবেন বইটির পাতায় পাতায় ছড়ানো চমকপ্রদ তথ্যভান্ডারের নির্যাসের সন্ধানে। পড়তে পড়তে আপনি শুধু আনন্দই পাবেন না-উজ্জীবিত ও আলোকিত হবেন দৃষ্টিভঙ্গির বহুমুখীতায় এবং চমৎকৃত হবেন নিত্যনতুন তথ্যের প্রাচুর্যে।