'Anna Karenina' Summary of the book Anna Karenina is the tragic story of Countess Anna Karenina, a married noblewoman and socialite, and her affair with the affluent Count Vronsky. The story starts when she arrives in the midst of a family broken up by her brother's unbridled womanizing—something that prefigures her own later situation, though she would experience less tolerance by others. A bachelor, Vronsky is eager to marry Anna if she will agree to leave her husband Count Karenin, a senior government official, but she is vulnerable to the pressures of Russian social norms, the moral laws of the Russian Orthodox Church, her own insecurities, and Karenin's indecision. Although Vronsky and Anna go to Italy, where they can be together, they have trouble making friends. Back in Russia, she is shunned, becoming further isolated and anxious, while Vronsky pursues his social life. Despite Vronsky's reassurances, she grows increasingly possessive and paranoid about his imagined infidelity, fearing loss of control. A parallel story within the novel is that of Konstantin Lëvin or Ljovin, a wealthy country landowner who wants to marry Princess Kitty, sister to Princess Dolly and sister-in-law to Anna's brother Prince Oblonsky. Konstantin has to propose twice before Kitty accepts. The novel details Konstantin's difficulties managing his estate, his eventual marriage, and his struggle to accept the Christian faith, until the birth of his first child. The novel explores a diverse range of topics throughout its approximately one thousand pages. Some of these topics include an evaluation of the feudal system that existed in Russia at the time—politics, not only in the Russian government but also at the level of the individual characters and families, religion, morality, gender and social class.
লিও টলস্টয়
লেভ টলস্টয়ের জন্ম ১৮২৮ সালে রাশিয়ায়। তাঁর বাবা কাউন্ট নিকোলাই ইলিক টলস্টয় ও মা কাউন্টস মারিয়া টলস্টয়। জীবনের অধিকাংশ সময় কাটে ইয়াসনিয়া পলিয়ানায় মস্কো থেকে ২০০ কি.মি. দক্ষিণে। কাজান বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রাচ্যভাষা বিষয়ে পড়তে ভর্তি হয়ে মাঝপথে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। কিছুদিন মস্কো ও সেন্ট পিটার্সবার্গে অতিবাহিত করে যোগ দেন সেনাবাহিনীতে। ফিরে এসে লেখালেখি শুরু করেন। শিশুদের জন্য প্রচুর লেখেন। তাঁর লেখা পড়েই অনেক শিশু লেখা ও পড়া শেখে। তিনি ঈশপের গল্পের ভক্ত এবং গ্রিক ও রোমান পৌরাণিক কাহিনি নিজের মত করে শিশুদের জন্য রূপান্তর করেন। তাঁর উপন্যাস War and Peace-এর জন্যই তিনি বিশ্বখ্যাত। ১৮৬২ সালে সোফিয়ার সাথে বিবাহ হয়, তাদের সন্তান সংখ্যা তেরো। ১৯১০ সালে তিনি মারা যান।