...আমি শুধু কষ্ট করেছি, তা নয়। প্রচুর কষ্ট দিয়েছি, অন্যদের। কাছের মানুষদের। কষ্ট এবং প্রচ্ছন্ন দুঃখ থেকেই আনন্দের জন্ম। জীবনে চালাকি করতে হয়। আমিও করেছি। কিন্তু সাজ্জাদের কাছে আমি চালাক হতে চাইনি। বন্ধুর মতো অনেক কিছু বলেছি, যা আমার আমি হবার জন্য মূল্যবান ছিলো। অনেক অলিগলির মধ্যে হারিয়ে গিয়ে নিজের এগোবার রাস্তা এবং সাহস খুঁজে পেয়েছি। হারিয়ে যাবার দরকার ছিলো আমার। ভালো মানুষ, ভালো স্বামি, ভালো বাবা - কোনোটাই আমি নই। আমার কাছে চিরকালের প্রশ্ন, ভালো কী ? মাথা উঁচু করে বলতে পারি, খারাপ লোক আমি নই। গুণ সকলের মধ্যে থাকে। গুণ টেবিল সল্টের মতো। কিন্তু সেই গুণগুলো নিয়ে সেই মানুষটা কী করে ? জনপ্রিয় হতে চায় ? সকলের কাছে ভালো হতে চায় ? নাকি নিজের কাছে সৎ ? সততার সংজ্ঞাটা কী ? এইসব গুরুগম্ভীর সত্যিগুলো নিয়ে সহজভাবে খোলামেলা আলোচনা। সহজ সরল কথা। সত্যি কথা। সাজ্জাদ লেখে ভালো। অনেক প্রশ্ন। অনেক গভীর জায়গায় খোঁচা দেয়। সেখান থেকে কিছু একটা দাড় করানো।... - অঞ্জন দত্ত এই ম্যাজিক অঞ্জন দত্ত'র ম্যাজিক। অঞ্জন কী হতে চেয়েছিলেন ? কী হলেন ? আপনারা তাঁকে কীসের মর্যাদা দিলেন ? ইন্ডাস্ট্রি তাঁকে কতটা চিনতে পারলো ? অঞ্জন কী ? অঞ্জন কেন ? অঞ্জন কার ? আমি জেনে গেলাম, অন্য সত্য। ব্যর্থ মানে নিজেকে ভীষণভাবে ব্যর্থ ভাবা এক অভিনেতার গল্প। গান যাঁর উন্মাদনায় নেই। উত্তেজনায় নেই। কিন্তু গান চলে এল প্রচন্ড প্রতাপ নিয়ে সামনে। আরও অনেক সত্য, বন্ধুত্বের সত্য, প্রেমের সত্য, দ্রোহের সত্য। সব নতুন করে সামনে এল। অঞ্জন দত্ত সুবিশাল এক চিত্রনাট্য। তাই 'অঞ্জনযাত্রা'য় 'গল্প হলো চরম কাটাকাটির। একটা গল্প কেটে জন্ম নিল নতুন গল্প। তৈরি হলো চিত্রকল্প। সঙ্গে একদল স্বপ্ন। অঞ্জন দত্ত'র জীবনের অমানুষিক স্ট্রাগল, বৈচিত্রে পূর্ণ ছন্দময় ছন্দহীনতায় ঠাসা অভিজ্ঞতার 'সারি'। পেরণা পাবে একটা নতুন পৃথিবী। -সাজ্জাদ হুসাইন
সাজ্জাদ হুসাইন
Title :
অঞ্জনযাত্রা : অঞ্জন দত্ত’র আত্মকথন (হার্ডকভার)