কিশাের বয়সেই প্রগতির পথে দীক্ষা নিয়েছে। সাহস। অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গঠনের প্রয়াস চালিয়েছে সে। সে স্বপ্ন দেখতাে শান্তিময় সমাজ গঠনের। তার মনে প্রশ্ন-জীবনের সঙ্গে কি ধর্মাদর্শের সাংঘর্ষিক কিছু আছে? কিন্তু এই টগবগে যুবক সাহস বাস্তব জীবনে কি এমন সরস ভাবনার উত্তর পেয়েছিল? হয়তাে পায়নি। তবে তার অন্তরে থাকা বিশ্বাস মতে অন্যরকম এক শান্তির দেশে সে কিভাবে পৌঁছে গেল? সেকথাই আছে ‘অনিবাসী মানুষের দেশে।