পলায়নপর, ছায়াময় এক হত্যাকারী হত্যার নেশায় ঘুরঘুর করছে, তার কোড নেম অ্যাঞ্জেল অব ডেথ এক বৃদ্ধ মাল্টি-মিলিওনেয়ারকে যখন হলিউডে নৃশংসভাবে খুন হওয়া অবস্থায় পাওয়া গেল, তাঁর স্ত্রী হলো ধর্ষিতা, পুলিশ একে ডাকাতি বলে ধারণা করল। কিন্তু অপরাধীদের সন্ধান করতে ব্যর্থ হওয়ার পরে বন্ধ করে দেওয়া হলো কেস। এক দশক বাদে, পৃথিবীর তিনটি ভিন্ন দেশে প্রায় একইরকম হত্যাকা- সংঘটিত হলো। প্রতিটি ক্ষেত্রে ভিক্টিম বয়সে বৃদ্ধ, ধনবান এবং নব বিবাহিত। এবং এদের স্ত্রীরা নৃশংসভাবে ধর্ষণের শিকার হলো। প্রথমে অনুমান করা হয়েছিল এগুলো হয়তো ‘কপিক্যাট কিলিং’ কিন্তু শীঘ্রি জানা গেল এ খুনগুলো করছে এক ভয়ংকর নারী কিলার যাকে পুলিশ নামকরণ করেছে ‘অ্যাঞ্জেল অব ডেথ’ বলে। এ নারী কি তার কোনো প্রতিহিংসার শোধ নিচ্ছে নাকি তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? তার পরবর্তী ভিক্টিম কে হতে যাচ্ছে এবং অ্যাঞ্জেল অব ডেথকে কি ঠেকানো সম্ভব? জানতে হলে পড়ুন রোমান্স এবং ভায়োলেন্সে পূর্ণ টানটান উত্তেজনাকর এ কাহিনী!
সিডনি শেলডন
বিশ্বের অন্যতম জনপ্রিয় থ্রিলার লেখক সিডনি শেলডন। তাঁর প্রথম বই ‘দ্য নেকেড ফেস’কে নিউইয়র্ক টাইমস অভিহিত করেছিল বছরের সেরা রহস্যোপন্যাস' বলে। শেলডন যে ১৮টি থ্রিলার রচনা করেছেন, প্রতিটি পেয়েছে ইন্টারন্যাশনাল বেস্ট সেলারের মর্যাদা। তার সবচেয়ে হিট রােমাঞ্চোপন্যাসের মধ্যে রয়েছে : দ্য আদার সাইড অভ মিডনাইট, ব্লাড লাইন, রেজ অভ এঞ্জেলস, ইফ টুমরাে কামস, দ্য ডুমসডে কন্সপিরেসি, মাস্টার অব দ্য গেম, দ্য বেস্ট লেইড প্ল্যানস, মেমােরিজ অভ মিডনাইট ইত্যাদি। এই বিখ্যাত লেখক ২০০৭ সালের জানুয়ারি মাসে মৃত্যুবরণ করেন।