আঙ্গারধানি (হার্ডকভার)
বইবাজার মূল্য : ৳ ১২০ (২০% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ১৫০
প্রকাশনী : অন্যধারা
বিষয় : চিরায়ত-উপন্যাস , বইমেলা ২০১৯
গ্রামীন জীবন কি খুব সরল? আমার মত অধিকাংশ শহুরে মানুষের গ্রামের সাথে যোগসূত্র খুবই সরু। অতএব এই প্রশ্নবাণের মুখে জবাব কি হবে তা অনুমান দুস্কর। বইটা এমনই আপাত সরল গ্রামীণ জীবনের একটা পরিবারের। পরিবার যেখানে জরা শোক মৃত্যু সব থাকবে। আর থাকবে একতা, ভালোবাসা যেটা মুখে প্রকাশের ভাষা হয়ত থাকবে না কিন্তু ইন্দ্রিয়াতীত অনুভূতি থাকবে সবার। সবাই সবাইকে বোঝতে পারবে আবার সবার গোপন কিছুর সংঘাতে ভেতরে ভেতর প্রচুর কষ্ট পাবে। এখনোও কি গ্রামীণ জীবন সরল ঠেকছে? কিঙ্কর আহসানের বই পড়া আমার এইটা নিয়ে মোটে দুই৷ "মধ্যবিত্ত" বইটাতে লেখকের শব্দ বুননে আচ্ছন্ন ছিলাম অল্প বিস্তর। অতএব এবই নিয়ে এক্সপেকটেশনও ছিল অনেক। তার কতটা পেয়েছি, তার জবাব দিব না৷ তবে বইটাকে নিয়ে বলি, শুরুর বেশ কিছু পেজ একদমে পড়ে গেছি, অদ্ভুত টান কাজ করছিল। কিন্তু যেই মাঝগল্পে প্রবেশ অতঃপর মনোযোগ ধরে রাখতে পারছিলাম না। একের পর এক ঘটনার আভাস দেখা যাচ্ছিল, প্রশ্ন আসছিল ওঠে একরাশ। জবাবের খুব কাছে গিয়েও চরিত্রগুলো বারবার জবাবগুলো এড়িয়ে গেছে৷ এক সময় বইটা রেখে দিতে গিয়েও কি মনে করে যেন বইটা পড়েই ফেললাম আর বুম! গতবছরের প্রথমদিকে Becky Albertalli আর Adam Silvera র What If It’s Us বইটা পড়েছিলাম। তিনশো পেজের এই বইটা পড়তে গিয়ে বারবার মেজাজ খারাপ হয়েছে কিন্তু শেষটা! এর থেকে রিয়েলিস্টিকভাবে দেখানো হয়ত সম্ভব ছিল না৷ বইটা নিয়ে আমি বুঝতে পারছিলাম না কি বলব? ভালো লাগল নাকি মন্দ! ঠিক সেই অনুভূতি হয়েছে "আঙ্গারধানি" পড়ে।