ফ্ল্যাপের কিছু কথাঃ ষাট ছুঁই-ছুঁই প্রভাসবাবুর ভাড়াবাড়ি থেকে উত্তরণ হয়েছে বেলেঘাটার এক সদ্য-নির্মিত আবাসনের চারতলার ফ্ল্যাটে। ছেলে অয়ন কলেজে পড়ায়। পুত্রবধূ আঁখি স্কুলশিক্ষিকা, সেইসঙ্গে নামী এক নাট্যদলের অভিনেত্রী। বেশ চলছে মধ্যবিত্ত-জীবন, সেই সময় রাজ্যে এক নামী জাপানি সংস্থা গাড়ি তৈরির মেগা প্রোজেক্ট নিয়ে এল। প্রভাসবাবুদের দেশের বাড়ি রুদ্রপুরে। কারখানার জন্য সরকার যতটা জমি অধিগ্রহণ করছে, তার মধ্যে তাঁদের রুদ্রপুরের জমিটুকুও পড়েছে, ভাল দামও প্রভাসবাবুরা পাবেন। রুদ্রপুরের চাষিরা কিন্তু জমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। রা্যে জুড়ে পক্ষে-বিপক্ষে বিতর্কের ঝড়। প্রভাসবাবু কৌতূহলে রুদ্রপুরে গিয়ে ভাগচাষির আত্মহত্যা, মরিয়া কৃষক-আন্দোলন ইত্যাদির মুখোমুখি হলেন। আন্দোলনকারী এক তরুণী শ্যামলী দলুইয়ের মৃতুদেহ পাওয়া গেল গাড়ি কারখানার সীমানায়। মর্মাহত প্রভাসবাবু ছিঁড়ে ফেলনেন জমির বিনিময়ে সরকারের কাছ থেকে পাওয়া চেক। সুচিত্রা ভট্টাচার্যের ‘আঁধারবেলা’ উপন্যাসে মুখর হয়ে আছে সাম্প্রতিক সময়।
সুচিত্রা ভট্টাচার্য
জন্ম ভাগলপুরে, ১০ জানুয়ারি, ১৯৫০। স্কুল ও কলেজ জীবন কেটেছে দক্ষিণ কলকাতায়। ছােটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর টান বােধ করতেন। তবে লেখালেখিতে মনােযােগী হয়েছেন সত্তর দশকের শেষ থেকে। সুচিত্রার লেখাতে বারবারই ঘুরেফিরে আসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নানান জটিলতা। আবার ছােটদের জন্যে গােয়েন্দা কাহিনি, হাসির গল্প থেকে গভীর প্রেম ও বিরহের গল্প সব পরিধিতেই সমান জনপ্রিয় তিনি। নিষ্ঠাবান এই লেখিকা নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। এইসব পুরস্কারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমােহিনী পদক, শরৎ সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কথা পুরস্কার, সর্বশেষ দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার ২০১৫ প্রভৃতি। পত্রভারতী প্রকাশিত বই শুধু প্রেম, তবু প্রেম, হায় প্রেম, বত্রিশের ধাক্কা। গপ্পোসপ্পো, হাসি মজা ডট কম, কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ, ছােটদের বারােরকম। আকস্মিক প্রয়াণ ১২ মে ২০১৫।