কেন পড়বেন ‘ইতিহাস’? মুসলিম উম্মাহ বিস্মৃত হবে আপন ইতিহাস; এও কি মেনে নেওয়া যায়?! আল্লাহ-ই তাে ইরশাদ করেছেন- এসব ঘটনা শােনাতে থাক, যাতে তারা চিন্তা করে। মুসলিম উম্মাহ পথ চলবে হাজারাে সমস্যাকে সঙ্গী করে; এও কি মেনে নেওয়া যায়?! অতীত-ইতিহাসেই তাে আছে এসব সমস্যার সমাধান। ইতিহাসের পাতাই যে মুসলিম জাতির চিরন্তন পাঠশালা! ইতিহাস হাতে-কলমে শিক্ষা দেয়- কীভাবে একটি জাতি জেগে ওঠে কিংবা ঘুমিয়ে পড়ে। কীভাবে একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে কিংবা ধসে পড়ে কীভাবে একটি সভ্যতা নির্মিত হয় কিংবা ভেঙে পড়ে। কীভাবে একটি বিপ্লব পূর্ণতায় পৌছয় কিংবা মুখ থুবড়ে পড়ে। ইতিহাস একটি জাতির শিকড়ের ন্যায়; ইতিহাস-বিমুখতা তাই শিকড়চ্যুত হওয়ার নামান্তর। আজকের পৃথিবীতে মুসলিম উম্মাহর যে অবক্ষয় ও অধঃপতন, নিজেদের অতীত-বিস্মৃতি তার অন্যতম কারণ। আর তাই ইতিহাসঅধ্যয়নই পারে- আপনাকে শিকড়ের সঙ্গে যুক্ত করতে সুমজ্জ্বল ভবিষ্যৎ গঠনের নিশ্চয়তা দিতে অতীত-অভিজ্ঞতার আলােকে আগামীর গন্তব্য নির্ধারণ করতে।
ড. রাগিব সারজানি
Dr. Rageb Sarjani জন্ম: ১৯৬৪ঈ. আল মুহাল্লা কুবরা, মিশর। ড. রাগেব সারজানী মিশরের বিশিষ্ট ইসলামপ্রচারক, ইতিহাসবিদ ও একজন আধুনিক আরবলেখক। পেশায় মূলত তিনি একজন ডাক্তার। তবে ডাক্তারি পেশার পাশাপাশি ইসলামী ইতিহাসের গভীর গবেষণা বর্তমান পৃথিবীতে তাকে একজন বিশিষ্ট ইসলামী ইতিহাসবিদ হিসেবে পরিচিত করেছে। ১৯৮৮ খ্রিস্টাব্দে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। ইসলামের প্রতি আস্থা ও ভালোবাসা, ইসলামের ইতিহাসের প্রতি দরদ ও শ্রদ্ধা-তার চোখের তারায় যে আগামীর স্বপ্ন আঁকে-সেই স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে দিতেই তার লেখালেখি। এই স্বপ্ন ছবি হয়ে উড়ে বেড়ায় তার রচনার ছত্ৰে ছত্ৰে | শিক্ষা তিনি ১৯৮৮ খ্রিস্টাব্দে কায়রো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে ইউরোসার্জারি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ১৯৯২ খ্রিস্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৮ খ্রিস্টাব্দে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ খ্রিস্টাব্দে পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। কর্মক্ষেত্র অধ্যাপক : মেডিসিন অনুষদ, কায়রো বিশ্ববিদ্যালয়,সদস্য : ইন্টারন্যাশনাল মুসলিম উলামা পরিষদ,সদস্য : মানবাধিকার শরীয়া বোর্ড, মিশর,সদস্য : আমেরিকান ট্রাস্ট সোসাইটি ,প্রধান : ইতিহাস বিভাগ, ইদারাতুল মারকাযিল হাজারা, মিশর রচনাবলি ইতিহাস ও ইসলামী গবেষণা বিষয়ে এ পর্যন্ত তার ৫৬টি মূল্যবান গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য— কিসসাতুত তাতার (তাতারীদের ইতিহাস),কিসসাতু উন্দুলুস (স্পেনের ইতিহাস),কিসসাতু তিউনুস (তিউনেসিয়ার ইতিহাস) আর রহমা ফি হায়াতির রসূল মা'আন নাবনী খায়রা উন্মাতিন প্রভৃতি।