সায়েম সােলায়মানের জন্ম ১৯৭১ সালের ২৩ জুলাই। লেখালেখিতে তাঁর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ কিশােরপত্রিকার মাধ্যমে, ১৯৯২ সালে। ২০০৪ সাল থেকে রহস্যপত্রিকায় নিয়মিত হওয়ার পাশাপাশি অনুবাদধর্মী | উপন্যাসের কাজে নিয়ােজিত হন।
পেশাজীবনে তিনি একজন ব্যাংকার। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে অনার্স এবং মাৎস্যবিজ্ঞানে মাস্টার্স করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিজিডিআইটি সমাপ্ত করেন। এরপর একটি আইএসপি-তে কিছুদিন কাজ করার পর যােগ দেন বেসরকারি একটি ব্যাংকে। সেবা, আদী, রােদেলা ও প্রতিচ্ছবি প্রকাশনী থেকে এখন পর্যন্ত ৪০ টির বেশি বই বেরিয়েছে তার।
আগাথা ক্রিস্টি
জন্মঃ ১৮৯০ সাল, ১০ সেপ্টেম্বর। স্কুল জীবন শুরু হয়েছিল দেরিতে, ১৩ বছর বয়সে। লেখালেখি শুরু করেছিলেন ২০ বছর বয়সে। সৃষ্টি করেছিলেন গােয়েন্দা এরকুল পােয়ারাে ও মিস মারপলকে। তাঁর রচনাগুলির মধ্যে ধারালাে বুদ্ধির সঙ্গে মিশে আছে নিবিড় মমতা, সুচারু চরিত্র বিশ্লেষণ ও মানব জীবনের ট্রাজিক নিয়তি। ক্রিস্টি বেঁচে থাকলে তার বয়স হত১২৪। এই সংকলনে ক্রিস্টির সেরা ৭টি রহস্যকাহিনি উপস্থিত। লেখনীর মুন্সিয়ানা, বিচিত্র চরিত্র চিত্রণ ও রহস্যের গােলকধাঁধা পাঠককে অভিভূত করবে।
Title :
অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান ও দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস