ফ্ল্যাপের কিছু কথাঃ কেসি নামের কুমিরটা কাজে-কর্মে একদম আনাড়ি। কেউ তাকে চাকরি দিতে চায় না। মনে তার ভারী দুঃখ। কিন্তু হঠাৎ করেই সে কাজ পেয়ে যায় চমৎকার একটা দোকানে। মন দিয়ে কাজ করতে চাইলেও কী যেন হয়ে যায় তার! ভেঙ্গে-চুরে সে তছনছ করে ফেলে সব । এরই মধ্যে দুই চোর এসে চুরি করতে চায় চায় দোকানের মূল্যবান একটা পান্না। কিন্তু শেষ পর্যন্ত কেসির হাতেই ধরা পড়ে যায় তারা। কীভাবে?