বিংশ শতাব্দীর গোড়ার দিকে সাংহাই শহরে ব্যাঙ্কসের জন্ম হয়েছিল। তার যখন নয় বছর বয়স তখন পৃথক পৃথক ঘটনায় তার বাবা-মা হারিয়ে গেলে সে অনাথ হয়ে পড়ে। সেই ঘটনার পরে কুড়ি বছরেরও বেশি সময় কেটে গেছে। এখন সে লন্ডনের নাগরিক সেইসাথে সমাজের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব। কিন্তু যে অনুসন্ধানী দক্ষতা তাকে খ্যাতিমান করে তুলেছে তা তার বাবা-মা’র তথাকথিত অপহরণ সম্বন্ধে বিশেষ কোনো আলোকপাত করতে অদ্যাবধি সক্ষম হয়নি। তার নিজের যন্ত্রণাদীর্ণ অতীতের রহস্য উন্মোচনের আশায় সে সাংহাই শহরে এসে উপস্থিত হয়। কিন্তু আসার পরে সে দেখতে পায় যে তার স্মৃতিপটে অঙ্কিত সেই জনাকীর্ণ গোলকধাঁধাকে যুদ্ধ এমনভাবে বিধ্বস্ত করে ফেলেছে যে তাকে আর চেনাই যায় না। তার চারপাশের মানুষজনের মতোই তার নিজের স্মৃতিও তার কাছে আর বিশ্বাসযোগ্য বলে মনে হয় না।
আমরা যখন অনাথ ছিলাম-এ অনিশ্চয়তার উৎকন্ঠা ও মনস্তাত্তি¡ক গভীরতার নিপুণ চিত্রণের মাধ্যমে ফুটে উঠেছে স্মৃতির পরিবর্তনশীলতা ও একজন মানুষের অতীত উন্মোচনের সম্ভাবনা।