জীবন থেকে নেওয়া ছোট ছোট ঘটনায় ঠাসা মাশুক আল হোসাইনের রচিত হারুর পক্ষী উড়াল-এ বিধৃত হয়েছে সংগ্রামী মানুষের জীবনালেখ্য, সমাজের সাধারণ মানুষের গল্প। গল্প রচনায় এক্ষেত্রে তার বিশেষ পারদর্শিতার পরিচয় মেলে। অভিজ্ঞতাভিত্তিক প্রতিটি গল্পে রয়েছে অভিনবত্ব। গল্পগুলোতে সন্নিবেশিত হয়েছে সমাজের স্বল্পবিত্ত সাধারণ পেশায় নিয়োজিত মানুষের জীবন ও জীবিকার কাহিনি। তাই গল্পগুলোকে খুব আপন মনে হয়। কোথাও নেই অশ্লীলতা, প্রাচুর্যের অভাব। সবক'টি গল্পেই সমাজজীবনের বাস্তব চিত্র ফুটে উঠেছে, কখনো বেদনা বিধুর আবার কখনো হাস্যরসে পরিপূর্ণ। গল্পগুলোকে খুব বৈচিত্র্যময় মনে হয়।