“আমি রবি ঠাকুরের বউ : মৃণালিনীর লুকানো আত্মকথা” বইয়ের ফ্ল্যাপের কথা: রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী। তার একটিই পরিচয়—তিনি বিশ্বকবির সহধর্মিণী। আর কোনও পরিচয় নেই! মাত্র আঠশ বছরের জীবন। তার মধ্যে উনিশ বছর কাটিয়ে ছিলেন ‘রবি ঠাকুরের বউ হয়ে। কেমন ছিল মৃণালিনীর জীবনের অন্তরমহল ? তিনি কি কখনও সত্যি-সত্যিই হতে পেরেছিলেন স্বামীর সহমর্মিণী, পেয়েছিলেন দাম্পত্য প্রেম ? এই নারীর দাম্পত্যজীবনের গহনে আজও পৌঁছোয়নি কোনও ডুবসাঁতারু-অনুসন্ধান। মৃণালিনী কি লিখেছিলেন তীর আত্মকথা ? সে কি লুকোনো ছিল এতকাল ?. রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কলমে উন্মোচিত সেই মৰ্মভেদী কাহিনি।
রঞ্জন বন্দ্যোপাধ্যায়
রঞ্জন বন্দ্যোপাধ্যায় (জন্ম ১৫ সেপ্টেম্বর ১৯৪১) কর্মজীবন শুরু করেন স্কটিশ চার্চ কলেজে ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে। কিন্তু সৃজনশীলতার প্রতি তার প্রবল আকর্ষণ তাকে দীর্ঘ ১৬ বছরের অধ্যাপনা ছেড়ে সংবাদপত্রের দিকে নিয়ে যায়। তিনি 'আজকাল' পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কাজ শুরু করেন এবং পরবর্তীতে আনন্দবাজার পত্রিকার সহ-সম্পাদকের দায়িত্ব নেন। বর্তমানে তিনি সংবাদ-প্রতিদিন পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্য ও সাংবাদিকতায় তার বিচিত্র বিষয়ভিত্তিক লেখা তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা নতুন বিতর্কও সৃষ্টি করেছে। তিনি পড়তে, আড্ডা দিতে, বেড়াতে এবং লিখতে ভালোবাসেন।
Title :
আমি রবি ঠাকুরের বউ : মৃণালিনীর লুকানো আত্মকথা