নোবেল পুরস্কারপ্রাপ্ত ফরাসি কথাসাহিত্যিক আনি এর্নোর লেখা ‘আমি অন্ধকার থেকে বের হতে পারি না’ বইটি লেখক ও তাঁর মায়ের সম্পর্কের নিবিড় স্মৃতিচারণ। মূল ফরাসি ভাষায় বইটি প্রকাশিত হয় ১৯৯৭ সালে। হাসপাতালের সেবাকেন্দ্রে থাকা স্মৃতিশক্তি হারানো মায়ের যাপিত শেষ দিনগুলোর কথা লেখক তুলে ধরেছেন এই বইয়ে। স্মৃতিচারণগুলো ভীষণ মর্মস্পর্শী। প্রবীণ সেবাকেন্দ্রে মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ও মৃত্যু দেখা একজন মেয়ের জন্য কতটা কষ্টকর তা তুলে ধরেছেন লেখক আনি এর্নো। সেই সঙ্গে উঠে এসেছে সেবাকেন্দ্রের অস্বাস্থ্যকর পরিবেশ, অন্যান্য রোগীর বর্ণনাও। অনিচ্ছাসত্ত্বেও সেই দুঃসহ পরিবেশে দিনের পর দিন মাকে রাখার যে কষ্ট এবং সেই পরিবেশে মাকে হারানোর যে বেদনা ও দুশ্চিন্তা, তা এই বইয়ে মর্মস্পর্শী হয়ে উঠেছে। মার সঙ্গে শৈশবের উজ্জ্বল স্মৃতিগুলোর পাশাপাশি সেবাকেন্দ্রের সবচেয়ে অন্ধকার ও করম্নণ স্মৃতিগুলো উঠে এসেছে। এমনই দুঃসহ স্মৃতির বর্ণনা ‘আমি অন্ধকার থেকে বের হতে পারি না’।
আনি এরনো
Title :
আমি অন্ধকার থেকে বের হতে পারি না (হার্ডকভার)