ফ্ল্যাপের কিছু কথাঃ ‘আমি মায়ের কাছে যা্ব’ এটিই ছিল মৃত্যুর পূর্বে শেখ রাসেলের শেষ কথা। ১৫ আগস্ট ১৯৭৫, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বর্বর খুনীচক্রের নির্মম বুলেটে নিহত হয় ১০ বছরের শিশু রাসেল। এ গ্রন্থে শেখ রাসেলের জন্ম হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঘটনা এবং গল্প প্রবাহ উপন্যাস আকারে লিখিত হয়েছে। ১৯৭১ সালের ২৬ মার্চের পর মায়ের সাতে তার বন্দি জীবন, বড় হয়ে ওঠা, তার স্কুল জীবনের কথা এ গ্রন্থে উল্লেখিত হয়েছে। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বর্ণনা, বঙ্গবন্ধুসহ নিহতদের দাফনের বর্ণনা নিখুঁতভাবে উল্লেখিত হয়েছে। প্রসঙ্গক্রমে মুক্তিযুদ্ধ চলাকালিন ঘটনাপ্রবাহ, বঙ্গবন্ধু রাজনৈতিক ঘটনাবলী এ উপন্যাসে বর্ণনা করা হয়েছে। ‘আমি মায়ের কাছে যাব-শেখ রাসেল’ গ্রন্থটি লেখকের একটি ব্যতিক্রমী প্রয়াস যার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শেখ রাসেল নতুনভাবে উপস্থাপিত হবে বলে লেখকের নিকট প্রতীয়মান হয়েছে