‘আমি যে বাজিয়েছিলাম’ দুই প্রজন্মের যোগসূত্র। বিশ্ববরেণ্য সংগীত কালাকার ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীত-বিশ্বের এক অবিস্মরণীয় মনীষী। ১৯৩৫ সালে তিনি ভারতবর্ষের রাগসংগীতকে বিশ্বের সংগীত-দরবারে পরিচিত করেন। পৃথিবীর বিভিন্ন দেশ সফর করে তিনি তাঁর সংগীতের যাদু দিয়ে সম্মোহিত করেছেন শ্রোতাদের। সংগীত বোদ্ধারা তাঁর যাদুর সংগীত শুনে তাঁকে ‘প্রাচ্যের বিস্ময়’ বলে অভিহিত করেছেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জীবন ও তাঁর বাদনের সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচিত করার উদ্দেশ্য নিয়েই যুগবন্দী করা হয়েছে ‘আমি যে বাজিয়েছিলাম’ শিরোনামে প্রকাশিত গ্রন্থ।