আমরা ঢাকাইয়ারা ধর্ম-কর্মে নিবেদিত প্রাণ। নামাজ, রোজা, তারাবিহ, ঈদুল ফিতর, শব-ই-বরাত, ঈদে মিলাদুন্নবিসহ সকল পর্ব সুন্দর করে ভাবমূর্তি নিয়ে সম্পন্ন করি।
ঢাকাইয়ারা ছেলে-মেয়ের বিয়েতে অনেক জাক-জমকভাবে আনন্দ করে থাকে। এখন অনেকই বিয়েতে উৎসব করে। খানদানি ঢাকাইয়ারা এখনও অনেক আছে। তাদের বাড়িঘর দেখলেই মনে হয় এটা ঢাকাইয়া বাড়ি। তাদের আচার আচরণ দেখলে বোঝা যায় এরা ঢাকাইয়া। অনেক শিক্ষিত লোক ঢাকাইয়া বলতে লজ্জা পায়। কিন্তু আমি গর্ববোধ করি। কারণ, আমি ঢাকাইয়া। পূর্ব পুরুষ থেকে আমরা ঢাকাইয়া এবং আমাদের পরিবারে সরকারি কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আর্মি অফিসার ব্যবসায়ী অনেক আছে। আমরা আমাদের পরিচয়ে পরিচিত। আমরা রাজধানীর লোক। আমি ঢাকাকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। আর ভালোবাসি আমার মাকে।<