লস এঞ্জেলেস প্রতিনিধি : লস এঞ্জেলেস প্রবাসী লেখক তপন দেবনাথের সম্পাদনায় বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসানের তৃতীয় বই ‘আমেরিকা দেখা-না’ প্রকাশিত হয়েছে। ইত্যাদি গ্রন্থ প্রকাশের পক্ষে বইটি প্রকাশ করেছেন জহিরুল আবেদীন জুয়েল। অত্যন্ত দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোরম দর্শনীয় স্থান, অভ্যন্তরীণ সমাজব্যবস্থা ও বাংলাদেশের ষাটের দশকের রাজনীতির হালচাল নিয়ে মোট ২২টি লেখা এই বইয়ে স্থান পেয়েছে। বই আকারে প্রকাশের আগে লেখাগুলো নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিত ঠিকানা, সাপ্তাহিক বাংলা পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন ইউইয়র্ক সংস্করণ ও ঢাকার সাপ্তাহিক সময় পূর্বাপর ম্যাগাজিনে ছাপা হয়েছে।
বইয়ে স্থান পাওয়া লেখাগুলো হলো- দ্বীপের নাম ক্যাটালিনা, সাদ্দাদের বেহেশতখানা থেকে, অ্যারিজোনার ফিনিক্স : উষ্ণতার এক সুন্দর শহর, অতল গহ্বরের অপর নাম গ্র্যান্ড ক্যানিয়ন, অ্যারিজোনার লাল পাহাড়ের দেশে, সানফ্রান্সিসকোর ইতিকথা, ভূকম্পনের দেশ থেকে, প্রবাস কথন, নেভাদার নতুন নক্ষত্র লাফলিন থেকে, বাঁধের রাজা হুভার ড্যাম, লস অ্যাঞ্জেলেসের ‘দার্জিলিং’ ‘বিগ বেয়ার’ থেকে, লস অ্যাঞ্জেলেসের আকর্ষণীয় পর্যটনের নাম গ্রিফিত অবজারভেটরি ও ওয়াক অব ফেম, ইয়োসেমেটি : আমেরিকার একটি সুন্দরতম পার্ক, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নগরী লস অ্যাঞ্জেলেস, ভূমিকম্পের শহর লস অ্যাঞ্জেলেস ও আমি, ন্যাশনাল পার্কস অব আমেরিকা, মৃত্যু ভরা সভ্য শহরে, অবাধ্য হৃদয় ও বর্ণবাদ, অস্কার-হলিউড : সোনালি দিনের কথকতা ‘নাসা’ ও ‘ডিজনি’, ছবির প্রিমিয়ার, ষাটের দশকের ঢাকার রাজনীতি ও আমার শিক্ষক কামালউদ্দীন ও আমার দেখা ষাটের দশকের রাজনীতি।