ফ্ল্যাপের কিছু কথাঃ তোলপাড় করা সময় ৯৫ এর শেষ আর ৯৬ এর মাঝখান। হরতাল, অসহযোগ, না নির্বাচন, হাঁ নির্বাচন, তত্ত্বাবধায়ক বুঝি না, তত্ত্ববধায়ক ছাড়ব না, শংকা, নৈরাশ্য, নৈরাজ্য, চলনা, মিথ্যাচার, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুট। ভেঙে পড়েছিল সব। বাংলার তখন বত্রিশ হাল। তেমন সময়ের নির্ভয় বিবরণ এই আমার সময় এবং আমি। অন্ধকারের মধ্যে আলোর সন্ধান করার মতো পঞ্চাশটি রচনা। জনতার মঞ্চের নির্ভীক বক্তা আর জনকণ্ঠের সরস কলামিষ্ট মমতাউদ্দীন আহমদের ঝুঁকি নেয়া বেপরোয়া এক একটি গদ্য সাধু আর চলতি রীতির সহাস্য সমাগম। নিজের সময়, বাংলার সময় আর জনপদের ভয়ংকর উত্থানকে জানার জন্যই আমার সময় এবং আমি।