আমাদের জীবন কেমন হবে? একজন মুসলিম হিসেবে এমন প্রশ্নে আমাদের উত্তর হবে, ‘আমার জীবন সর্বকালের শ্রেষ্ঠ মানব, শেষরাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো হবে।’
হ্যাঁ, এটাই যদি হয় আমাদের একনিষ্ঠ উদ্দেশ্য, কেবল তাহলেই আমরা দুনিয়া ও পরকালে সফল হব। আমাদের সন্তানরা যেন এই উত্তর বুকে ধারণ করে বড় হয়, সেই প্রত্যাশায় আমাদের এই প্রয়াস। আমাদের কোমলমতি শিশুরা যেন ছোটবেলা থেকেই আল্লাহ-নবি-ইসলাম ইত্যাদির সঙ্গে পরিচিত হয়ে বেড়ে ওঠে, ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো প্রাক-প্রাইমারি থেকেই জানতে পারে, এমন একটি স্বপ্ন নিয়েই বইটির রচনা।