১৮৯৮ সালের এক শরৎকালীন সকালে, কাকা কান্তিভূষণ সেনের কাছে বন্দুক শিক্ষার সূচনা করেন গ্রন্থের রচয়িতা বিজয়কান্ত সেন। গ্রন্থের পাতায় পাতার বর্ণিত হয়েছে হাজারীবাগ, রাঁচি, গিরিডি, মানভূম, ধানবাদ, পালামৌ'য়ের জঙ্গল এবং বিশেষভাবে নেতারহাটের ঘনসবুজ পরিবেশে বন্য জন্তুদের সঙ্গে তাঁর বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা। চিতা, বাইসন, ময়ূর ও হরিণ শিকারের কাহিনীতে ভরপুর এই দীর্ঘ জীবনের অভিযাত্রায়, অরণ্যবাসী এবং জীব-জন্তুদের সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য এবং শেষ জীবনে বন্দুক ত্যাগ করে কলম ধরার মধ্যে দিয়ে লেখক ও শিকারী বিজয়কান্ত সেন তাঁর এই অসাধারণ শিকার কাহিনীটিকে বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চিরন্তন করে তুলেছেন।