হযরতুল আল্লাম রূহুল আমিন খান উজানি (দা.বা.) (প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস, জামিআতুস সাহাবাহ ঢাকা)| প্রশংসারাজি মহান আল্লাহর যিনি রহমত, মাগফেরাত ও নাযাতের পবিত্র রমযান মাসের প্রথম দিনের প্রথম প্রহরে রমযান ও যাকাতের সম্পর্কে দুটি কথা। লিখার তাওফিক দিলেন। রমযানের শিক্ষা পবিত্র রমযানের আগমন আমাদের কাছে যেভাবে সৌভাগ্যমন্ডিত তেমনি বাকি এগার মাসের তুলনায় তার শিক্ষাও অনুপম ও উল্লেখযােগ্য। রমযানের শিক্ষা আমাদেরকে পরম আন্দোলিত করে, তাই এ সম্পর্কে দু'চারটি কথা না লিখে পারছিনা। [ আমরা সবাই রােযা রাখি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত ও পিপাসার্ত থাকি। প্রশ্ন জাগে, এর নামই কি রােযা? এ প্রশ্নের উত্তরে আমি একটি হাদিসের অবতারণা জরুরি মনে করছি। মানবতার শ্রেষ্ঠ ও সর্বশেষ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে প্রিয় উম্মতকে এ মর্মে উপদেশ দিয়েছেন,