দুটো ভিন্নধর্মী আখ্যানভাগে বিভক্ত ‘আমার না বলা কথা’ শীর্ষক এ বইটি। প্রথমটি ‘আমার না বলা কথা’, পরেরটি ‘যেখানে যাই।’ রচয়িতা আফরোজা বেগম তার দু’রচনাতে একেবারে বিপ্রতীপ স্বাদের, বিপরীত রচনা শৈলীমন্ডিত দুটো ক্যানভাসে মূর্ত করেছেন তার নিজস্ব ভাবনাগুলো। আমার না বলা কথা একদিকে একটি স্পর্শকাতর, রুচিবোধসম্পন্না নারীর একটি জীবনকে সাহিত্য, কাব্য, সুনীতি, মূল্যবোধ, ইতিহাস ও সংস্কৃতির স্পর্শময় আঘ্রাণে বিশ্লেষণ করা হয়েছে। এটি মূলত একটি নারীর জীবন কাহিনী যেখানে তার জীবনের ভাঙা গড়া নারীটি নিজেই বলে গিয়েছেন অসাধারণ এক নান্দনিক ঢঙে। অপর লেখাটি একটি মিঠে স্বাদের প্রেমের গল্প। যে প্রেম চিরন্তন, কখনো দূর্ণিবার, কখনো যেন প্লেটোনিক। শেষ বিচারে প্রেমেরই জয় ঘোষিত হয়। ভালোলাগার দুটো কাহিনী আমাদের সমাজের নিজস্ব জীবনেরই প্রতিচ্ছবি। পড়তে গিয়ে এ মনে হওয়া বিচিত্র নয় যে, ‘এতো আমারই কাহিনী।’