বিশিষ্ট কথাসাহিত্যিক মাহবুব তালুকদার স্মৃতিকথামুলক রচনায় পাঠকের মন জয় করেছেন। এই বই একই সঙ্গে স্বাদু স্মৃতকথা এবং মুক্তিযুদ্ধের দলিলও বটে।
মাহবুব তালুকদার
জন্ম ১লা জানুয়ারি ১৯৪১। কর্মজীবনের প্রারম্ভে দৈনিক ইত্তেফাক-এ সাংবাদিকতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত থাকলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালে তিনি মুজিবনগর সরকারে যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশের প্রথম চারজন রাষ্ট্রপতির অধীনে তিনি সরকারি দায়িত্ব পালনের সুযোগ পান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় কাজ করেন। ১৯৯৯ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। মাহবুব তালুকদারের বইয়ের সংখ্যা ৪১। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হচ্ছে : মূর্ত ও বিমূর্ত, প্রকাশ্য গোপন, স্বপ্ন জড়ানো মানুষ, ইতির ইতিকথা, অরূপ তোমার বাণী।