আবুল হাশিম (১৯০৫-১৯৭৪)। জন্মগ্রহণ করেন বর্ধমানের কাশিয়াড়া গ্রামের এক অভিজাত জমিদার পরিবারে। তাঁর পিতা ছিলেন বর্ধমানের প্রখ্যাত কংগ্রেস নেতা আবুল কাসেম। তিনি বর্ধমানের রাজ কলেজ থেকে বি.এ. (১৯২৮) এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল কলেজ থেকে বি.এল. ডিগ্রি লাভ করেন। ১৯৩৬-এ বর্ধমান থেকে নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বঙ্গীয় বিধান সভার সদস্য নির্বাচিত হন। অতঃপর ১৯৩৭ সালে মুসলিম লীগে যোগদান করেন। ১৯৩৮-এ বর্ধমান জেলা মুসলিম লীগের সভাপতি এবং ১৯৪২ সালে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৪৭-এ দেশ বিভাগের পর পশ্চিমবঙ্গ বিধান সভায় বিরোধী দলের নেতৃত্ব দেন। ১৯৫২-তে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য নিযুক্ত হন। ৫২’র ২০শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংগ্রাম পরিষদের সভায় সভাপতিত্ব করেন এবং ভাষা আন্দোলনে ভূমিকা রাখার জন্য কারাবরণ করেন। অতঃপর খেলাফত রব্বানী পার্টির নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৬০-এ ইসলামিক একাডেমীর প্রথম পরিচালক নিযুক্ত হন। আবুল হাশিম ঐতিহাসিক ৬ দফা কর্মসূচিকে কেন্দ্র করে পূর্ব বাংলায় বাঙালি জাতিসত্তার যে বিকাশ ঘটে তার একজন তাত্ত্বিক ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থ : The Creed of Islam (1950), As I see It (1965), Integration of Pakistan (1967) প্রভৃতি।