বিশ্ব বরেণ্য বর্ণবাদবিরোধি অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার বায়োগ্রাফি গ্রন্থ- :: আমার জীবন আমার সংগ্রাম :: নামক গ্রন্থ। যে কোনো দেশ বা জাতির ইতিহাস দেখা যায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসু। চিনের ক্ষেত্রে সান-ইয়াৎ-সেন ও মাও-সে-তুং, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে জর্জ ওয়াশিংটন ও আব্রহাম লিঙ্কন, রাশিয়ার ক্ষেত্রে টলস্টয়, লেনিন, স্টালিন। ফরাসিদের ক্ষেত্রে রুশো, ভলতেয়ার, নেপোলিয়ন বোনাপার্ট। ইটালির গ্যারিবল্ডিজ্জ তুরস্কের মুস্তাফা কামাল পাশা (কামাল আতাতুর্ক)। ভিয়েতনামের হো-চি-মিন, আয়ারল্যান্ডের ডি-ভ্যালেরা। তেমনি দক্ষিণ আফ্রিকার মুক্তি সংগ্রামের নেতা নেলসন ম্যান্ডেলা। এই বইতে বর্ণবাদ বিরোধি এই মহান নেতার জীবনকে নানাভাবে চিত্রায়িত করা হয়েছে। যা সকল শিক্ষিত ও দেশ প্রেমিক নাগরিকের জানা প্রয়োজন। বইখানি ম্যান্ডেলাপ্রেমিদের কাছে সংগ্রহে রাখার মতো অতি উৎকৃষ্টমানের একখানি বই।
নেলসন ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলা জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই। অন্ধকার দক্ষিণ আফ্রিকার প্রত্যন্ত ট্র্যানস্কি প্রদেশে এক উপজাতীয় পরিবারে। যেখানে মানুষ শিক্ষার আলাে থেকে, সাধারণতম মৌলিক অধিকারগুলাে থেকেও বঞ্চিত। শৈশবে নেলসন গ্রামের বৃদ্ধদের কাছে শুনতেন আফ্রিকার কালাে মানুষদের প্রাচীন বীরতের কাহিনি। এক মহান ঐতিহ্যময় উত্তরাধিকারের সংকেতসূত্র খুঁজে ফিরতেন তিনি। ১৯৬১ সালে নির্যাতিত কালাে মানুষের অবিসংবাদিত নেতা ম্যান্ডেলার দৃপ্ত ঘােষণা শােনা যায় মুক্তির লক্ষ্যে পৌছাবার জন্য আমি আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাব। সংগ্রামই আমার জীবন।