ইতালির ভেনিসের অদূরে ভিল্লাভেরলা গ্রামে ফাদার মারিনো রিগনের জন্ম। সেখানেই কাটে তার বাল্যকাল। শৈশব-স্মৃতিকে ধারণ করেই বাংলাদেশে তাঁর সুদীর্ঘ যাপিত জীবন। তাঁর জীবন-ভাবনায় বাংলাদেশের দারিদ্রপীড়িত মানুষের কুঁড়েঘরই ইতালির অপরূপ কারুকার্যের মতোই। তাঁর মতে “আমার গ্রামের স্থাপত্যশিল্পের রূপটা যেন ঘুরে ফিরে পেয়েছি তা বাংলাদেশের দরিদ্র মানুষের কুঁড়েঘরে”। ‘আমার গ্রাম’ গ্রন্থটি ইতালিয়ান ভাষায় প্রকাশিত হয় ২০০৪ সালে। পংক্তিগুচ্ছের নির্বাচিত অংশ এবার প্রকাশিত হল বাংলায়। বিভিন্ন গির্জা, দালান-কোঠায় তাঁর হাতে আঁকা নকশা, অলঙ্করণ এখানে ব্যবহৃত হয়েছে। এছাড়াও নানারকম আলোকচিত্র, গ্রন্থের প্রচ্ছদ ও কিছু হাতে লেখা পান্ডুলিপির সংযোজনে গ্রন্থটি পেয়েছে প্রামাণ্য এক বর্ণিল অবয়ব।